বিশ্বের সবচেয়ে ধনী শহর নিউইয়র্ক সিটি। শহরটিতে ৩ লাখ ৫৯ হাজার ৫০০ জন কোটিপতি এবং শত কোটি টাকার মালিক—এমন ব্যক্তি রয়েছেন ৬০ জন। হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটিতে সহযোগিতা করেছে সম্পদবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, করোনা মহামারিজনিত কারণে সম্পদ কমে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও নিউইয়র্ক সিটিতে কোটিপতির সংখ্যা বেড়েছে। গত এক দশকে নিউইয়র্ক সিটির কোটিপতির সংখ্যা ৪৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।
শহরটির কোটিপতির সংখ্যা এখন অরল্যান্ডো বা পিটসবার্গ শহরের মোট জনসংখ্যার চেয়েও বেশি। নিউইয়র্কের বাসিন্দাদের এখন ৩ লাখ কোটির বেশি সম্পদ রয়েছে, যা ব্রাজিল, ইতালি ও কানাডার জিডিপির চেয়েও বেশি।
হেনলি অ্যান্ড পার্টনার্সের গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ৫০টি ধনী শহরের ১১টিই যুক্তরাষ্ট্রে। এর পেছনে স্টক মার্কেট ও প্রযুক্তি শিল্পের উত্থানের অবদান রয়েছে। দেশটির ফেডারেল রিজার্ভ জানিয়ছে, করোনা মহামারি পরবর্তী সময়ে মার্কিন ধনীদের সম্পদ ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।