নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে ভবনটি দখলে নেয় ফিলিস্তিনের পক্ষে নানা কর্মসূচি পালন করা বিক্ষোভকারীরা। ৩০ এপ্রিল সকালে ভবনটি দখলে নেয় তারা।
বিক্ষোভকারীরা হলের জানালা ভেঙে ভেতরে ঢোকে। বাইরে থাকা অন্যান্য বিক্ষোভকারী সেখানে থাকা টেবিল দিয়ে হলের দরজা বন্ধ করে দেয়।
হলের সামনে হাতে হাত ধরে ব্যারিকেডও তৈরি করে তারা। ভেতর থেকে এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, ‘তারা গাজায় ইসরাইলের দখলদার বাহিনীর হাতে নিহত ছয় বছর বয়সি ফিলিস্তিনি শিশু ‘হিন্দ’-এর সম্মানার্থে ভবনটি ‘মুক্ত’ করেছেন, যে দখলদার বাহিনীকে অর্থায়ন করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।’
আর ভবনের ওপর তলা থেকে বিক্ষোভকারীরা ‘হিন্দ’স হল’ লেখা একটি ব্যানারও ঝুলিয়ে দেন। ‘কলাম্বিয়া স্টুডেন্টস ফর জাস্টিস ইন ফিলিস্তিন’ নামে এক্স একাউন্টের পোস্টে বলা হয়, ‘দাঙ্গা থেকে নিজেদের সুরক্ষা পাওয়ার জন্য বিশেষ পোশাক পরে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।