Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইসলামভীতি প্রতিহত করতে জাতিসংঘে প্রস্তাব পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪০, ২৪ মার্চ ২০২৪

ইসলামভীতি প্রতিহত করতে জাতিসংঘে প্রস্তাব পাস

ইসলামোফবিয়া বা ইসলামভীতি প্রতিহত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে নতুন প্রস্তাব পাস হয়েছে। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসলামোফবিয়া প্রতিহতের জন্য বিশেষ দূত নিয়োগের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে ওআইসির পক্ষে প্রস্তাবটি উত্থাপন করেছে পাকিস্তান। জাতিসংঘের গণমাধ্যম শাখা থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিভাজনমূলক বক্তব্য এবং ভুল উপস্থাপনা সম্প্রদায়কে কলঙ্কিত করছে। তাই অসহিষ্ণুতা, গৎবাধা এবং পক্ষপাতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনলাইন ঘৃণামূলক বক্তব্য বাস্তব জীবনের সহিংসতাকে উসকে দিচ্ছে—উল্লেখ করে গুতেরেস বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই ঘৃণ্য বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ব্যবহারকারীদের হয়রানি হাত থেকে সুরক্ষা দিতে হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ