অভিবাসীদের নিয়ে সংকট কাটছে না নিউইয়র্কে। এবার সিটি মেয়র এরিক অ্যাডামস শহরের অভিবাসী বহনকারী বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে ৭০৮ মিলিয়ন ডলারের মামলা করেছেন। এরমধ্যে রয়েছে ১৭টি চাটার্ড বাস এবং বাস কোম্পানি।
৪ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে অ্যাডামস বিষয়টি নিশ্চিত করেছেন। অভিবাসীদের পেছনে গত ২০ মাসে যা খরচ হয়েছে, সে হিসেবে এই মামলা দায়ের করা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্ক সিটি এই মানবিক সংকট মোকাবেলায় সর্বদা কাজ করকে প্রস্তুত। কিন্তু টেক্সাস থেকে এভাব কেবল আমাদের ওপর অভিবাসী চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না। আমরা বেপরোয়া রাজনৈতিক চক্রান্তের এই ব্যয় বহন করতে পারি না।
তিনি বলেন, ১৭টি বাস কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা টেক্সাসের গভর্নর অ্যাবটের পরিকল্পনায় যুক্ত হয়ে নিউইয়র্কে ১০ হাজার অভিবাসী প্রবেশ করিয়েছে।
অ্যাডামস বলেন, সংস্থাগুলো অভিবাসীদের যত্ন নেওয়ার খরচ না দিয়ে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেছে। সেই কারণেই আমরা টেক্সাসের দ্বারা গত দুই বছরে এখানে পাঠানো অভিবাসীদের যত্ন নেওয়ার জন্য ইতিমধ্যে ব্যয় করা প্রায় ৭শ মিলিয়ন পুনরুদ্ধারের জন্য মামলা করছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।