Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ১ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জাতিসংঘের পক্ষ থেকে এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি না সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে বাংলাদেশের জনগণ যেন নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে ডুজারিক বলেন, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম, খুবই কম নিয়ে থাকি।

তিনি আরও বলেন, আমরা আবারও নির্বাচনে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি যেন লোকজন তাদের ভোট এবং মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে সক্ষম হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ