Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউএসবিসিসিআই-এর উদ্যোগে প্রবাসী নারী উদ্যোক্তাদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ২৩ নভেম্বর ২০২৩

ইউএসবিসিসিআই-এর উদ্যোগে প্রবাসী নারী উদ্যোক্তাদের সম্মাননা

ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ তথা ইউএসবিসিসিআই-এর উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ প্রবাসী নারী উদ্যোক্তা পুরস্কার-২০২৩। গত ১৯ নভেম্বর সিটির লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলী সদস্য জেনিফার রাজকুমার, স্টেট অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাগা, ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিষ্টার মোহাম্মাদ মেহেদি হাসান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটর ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান ও সিটির মেয়র অফিসের সাউথ এশিয়ান কমিউনিটি লিয়াজো ফর কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের পরিচালক প্যাট্রিসিয়া রঘুনন্দন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহ সভাপতি রুম্মান বখর্ত বিরতীজ।

ইউএসবিসিসিআই-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিটন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সেতু বন্ধন রচনা করা এবং পিছিয়ে পরা বাংলাদেশী নারী সমাজকে এগিয়ে নিতে ইউএসবিসিসিআই নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে আশা প্রকাশ করেন, আগামীতে বাংলাদেশী-আমেরিকান নারী উদ্যোক্তারা অর্থনৈতিক নেতৃত্বে আরো বেশী ভূমিকা রাখবে। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ