Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্সে অ্যাপার্টমেন্ট মালিকের ছুরিকাঘাতে ৩ ভাড়াটে নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ১৫ নভেম্বর ২০২৩

কুইন্সে অ্যাপার্টমেন্ট মালিকের ছুরিকাঘাতে ৩ ভাড়াটে নিহত

নিউইয়র্কের কুইনস কাউন্টির সেইন্ট আলবানসের এক বাড়িতে তিন ভাড়াটেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বাড়ির মালিক। পুলিশ জানিয়েছে, সকাল সোয়া ৭টার দিকে এক ব্যক্তি হানড্রেড থারটিন প্রিসিনক্টে প্রবেশ করে জানান, তার সঙ্গে ভাড়াটেদের সমস্যা হয়েছে।

এনওয়াইপিডির অ্যাসিস্ট্যান্ট চিফ কেভিন উইলিয়ামস ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেন, সে খারাপ কিছু করেছে।

কর্মকর্তারা জানান, এরপর সকালেই মিলবার্ন স্ট্রিটের বাড়ির ভেতর থেকে দুই নারী ও এক পুরুষকে উদ্ধার করা হয়। ছুরিকাঘাতের চিহ্নসহ উদ্ধার হওয়া ভিকটিমদের ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।

এখন পর্যন্ত তাদের নাম ও বয়স প্রকাশ করা হয়নি। সন্দেহভাজন ৫৪ বছর বয়সী বাড়ি মালিককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ভাড়া না দেয়া নিয়ে চলমান বিরোধের পর এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ