
গত ৭ নভেম্বর সাধারণ নির্বাচনে কুইন্স, ব্রঙ্কস ও রিচমন্ড কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি এবং বিভিন্ন জুডিশিয়াল পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এতে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে মেলিন্ডা কাটজ পুনর্নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে ৯৪ শতাংশ ভোট গণনায় তিনি পেয়েছেন প্রায় ৬৭ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মাইকেল মোসা পেয়েছেন প্রায় ২৪ শতাংশ ভোট।
ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির ডারসেল ডি ক্লার্ক। এছাড়া রিচমন্ড কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির মাইকেল ম্যাকমাহন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।