Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে নিউইয়র্কে বাড়ছে হেট ক্রাইম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২৬ অক্টোবর ২০২৩

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে নিউইয়র্কে বাড়ছে হেট ক্রাইম

নিউইয়র্কে হঠাৎ বেড়ে গেছে হেট ক্রাইম। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষিতে সিটিতে এ ধরনের প্রতিহিংসামূলক অপরাধ বাড়ার কথা জানিয়েছে এনওয়াইপিডি। গেলো সপ্তাহে ৫১টি হেট ক্রাইম রিপোর্টেড হয়েছে পুলিশের দফতরে।

হেট ক্রাইম টাস্ক ফোর্স এ ধরনের অপরাধ দমনে সক্রিয় রয়েছে। তবে এনওয়াইপিডি মনে করে, বিষয়টি তারা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। ২৪ অক্টোবর পুলিশের হেফাজতে আনা হয়েছে ২৮ বছর বয়সী ক্রিস্টোফার ডি অগুয়ের নামের এক ব্যক্তিকে।

ইহুদি হওয়ার কারণে ২৯ বছর বয়সী এক নারীকে মাথার ওপর ঘুষি মেরেছেন ক্রিস্টোফার। তেমনি ১৬ বছর বয়সী এক কিশোরী হিজাব পরে সাবওয়েতে উঠলে হিজাব ধরে টান মারার কারণে পুলিশ আটক করেছে আরেক ব্যক্তিকে।

এনওয়াইপিডি জানায়, তাদের কাছে রিপোর্টেড হেট ক্রাইমগুলোর মধ্যে ৩০টি ইহুদিবিরোধী। ৪টি হেট ক্রাইম হয়েছে জাতিগত দ্বন্দ্বের জেরে। তবে সবগুলো ঘটনাই কোনো না কোনোভাবে ইসরায়েল-হামাস যুদ্ধের সাথে সম্পর্কিত।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।

সংবাদটি শেয়ার করুনঃ