Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ২৩ অক্টোবর ২০২৩

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক

নিউইয়র্কের মিডটাউনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় কয়েক ডজন ব্যক্তিকে আটক করেছে সিটি পুলিশ। গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা বাড়ানোর দাবি জানানো হয় গত ২০ অক্টোবরের এই বিক্ষোভে।

ম্যানহাটনের ব্রায়ান্ট পার্ক থেকে সিনেটর কিরস্টেন জিলিব্র্যান্ডের অফিস পর্যন্ত বিস্তৃত ছিল বিক্ষোভ। অংশগ্রহণকারীরা কংগ্রেস কর্তৃক ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, ইস্ট সাইডে জিলিব্র্যান্ডের অফিসের বাইরে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করা ১০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীরা ইযরায়েলি সামরিক বাহিনীকে সহায়তা বন্ধের দাবি জানান। ইযরায়েলি সেনারা গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বিদ্যুৎ, পানি ও খাদ্য সহায়তা বন্ধ এবং আন্তর্জাতিক আইন অমান্য করে গাজার বাসিন্দাদের অবরুদ্ধ করায় ইযরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানান বিক্ষোভকারীরা। গাজার এক-চতুর্থাংশ বাসিন্দা বাস্তুচ্যুত দাবি করে বিক্ষোভকারীরা বলেন, তারা যে কোনো উপায়ে উদ্বাস্তুদের সাহায্য করতে চান।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।

সংবাদটি শেয়ার করুনঃ