Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ম্যানহাটনে পার্কিং মিটারের বাড়তি হার কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১৯ অক্টোবর ২০২৩

ম্যানহাটনে পার্কিং মিটারের বাড়তি হার কার্যকর

কার্যকর করা হয়েছে ম্যানহাটনের পার্কিং মিটারের দর। এক ধাক্কায় ২০ শতাংশ বাড়লো এই দর। আর তা বাড়বে রোলিংয়ের ভিত্তিতে। স্থান, চাহিদা ও সময়ের হিসাবে ওঠানামা করবে এই দাম বেড়ে যাওয়ার মিটার। নিউইয়র্কের সবগুলো বোরোতেই পার্কিংয়ের মিটার রেটিং বাড়বে।

তবে তা শুরু হলো ম্যানহাটন থেকে। ১৬ অক্টোবর কার্যকর করা হলো নগরের এই প্রাণকেন্দ্র খ্যাত বোরোতে, ২৭ অক্টোবর কার্যকর করা হবে কুইনসে। এরপর ৯ নভেম্বর থেকে ব্রুকলিনে, ২২ নভেম্বর থেকে ব্রঙ্কসে ও ২৮ নভেম্বর থেকে স্ট্যাটান আইল্যান্ডে কার্যকর হবে এই নতুন পার্কিং রেট।

নতুন রেট অনুযায়ী ম্যানহাটনে প্রথম এক ঘণ্টার জন্য পার্কিংয়ে গুনতে হবে ৫.৫০ ডলার। আর যা আগের দরের চেয়ে ২২ শতাংশ বেশি। আর দ্বিতীয় ঘণ্টায় তা বেড়ে দাঁড়াবে ৯ ডলার, যা আগের দরের চেয়ে ২০ শতাংশ বেশি। ৯৬ স্ট্রিস্টের দক্ষিণে প্যাসেন্জার কারের জন্য পার্কিং মিটার ১ ডলার বাড়বে।

আর পরবর্তী প্রতি ঘণ্টার জন্য যোগ হবে আরও ১.৫ ডলার করে। আর ৯৬ স্ট্রিটের উত্তরে নেইবারহুডের ভিত্তিতে দর বেশি কম হবে। সিটির ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, ম্যানহাটানের উচ্চ চাহিদাসম্পন্ন নেইবারহুনগুলোর জন্য এই দর বাড়বে।


চ্যানেল৭৮৬ এর নিউজ রুমে যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায়[email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নম্বরে।

সংবাদটি শেয়ার করুনঃ