
ম্যানহাটন ব্রিজ থেকে রাস্তায় পড়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, কোনো কারণে পালাতে গিয়ে তিনি ব্রিজ থেকে লাফ দেন। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স ২৫ বছর।
তার গাড়ির সঙ্গে ৭ আগস্ট রাত ১টার দিকে আরেক গাড়ির সংঘর্ষ হয়।
কর্তৃপক্ষের ধারণা, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে পালানোর জন্য দৌঁড়ে ব্রিজে উঠছিলেন। এক পর্যায়ে পা পিছলে কংক্রিটের রাস্তায় মুখ থুবড়ে পড়েন। তিনি কেন পালাচ্ছিলেন, তা জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।