নিউইয়র্ক সিটিতে বাড়ছে গৃহ সহিংসতা। এ বিষয়ে সতর্কতার কথা জানিয়েছে বিভিন্ন সার্ভাইভারস গ্রুপ। তারা বলছে, বিশেষ করে দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যেই এই ধরনের সহিংসতা বাড়ার প্রবণতা দেখা দিয়েছে এবং গ্রীষ্মকাল এলেই এসব সহিংসতা বাড়তে থাকে।
সাউথ এশিয়ান উইমেনদের একটি সংগঠন ‘সখি’ এ ধরনের সংহিসতা প্রতিরোধে কাজ করে। নিউইয়র্ক সিটিভিত্তিক সংগঠনটি একটি হেল্প-লাইন চালু করে দক্ষিণ এশীয় পরিবারগুলোকে সহায়তা দিয়ে আসছে।
সখি'র ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জয়নব মোজাফ্ফর বলছিলেন, গত বছরে তাদের কাছে হেল্পলাইনে কল আসার সংখ্যা অনেক বেড়েছে।
২০২১ ও ২০২২ সালে শীত মৌসুমে যতটা কল আসে গ্রীস্মে তার চেয়ে দ্বিগুন আসে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সখির সদস্যরা গৃহ সহিংসতার শিকার নারীদের সহায়তায় কাজ করে আসছে। দক্ষিণ এশীয় কমিউনিটিতে এই সহিংসতার ভিন্ন ভিন্ন রূপ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।