নিউইয়র্কে যারা বাসের ভাড়া না দিয়ে যাতায়াত করে তাদের জন্য দুর্দিন আসছে। মেট্রো ট্রানজিট অথরিটি তথা এমটিএ বলছে, তারা বিনা ভাড়ায় যাতায়াত করা যাত্রীদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে।
এমটিএ-এর হিসাব বলছে, গেলো বছরে ভাড়া না দিয়ে বাসে যাতায়তের কারণে ৩১৫ মিলিয়ন ডলার হারিয়েছে তারা। এনওয়াইপিডি জানিয়েছে, বাসের ভাড়া তোলার ব্যাপারে কড়াকড়ি করতে তারা পুলিশের আলাদা একটি ইউনিটই গঠন করছে।
এমটিএ-এর নিজস্ব লোকজনের পাশাপাশি পুলিশের এই সদস্যরাও কাজ করবেন, যাতে বাসে ভাড়া ফাঁকি রোধ করা যায়। ইগল টিম নামের একটি বাহিনীর সদস্যরা পথে পথে বাসের চালকদের সঙ্গে কথা বলে যাত্রীদের ভাড়ার বিষয়টি চেক করবেন।
কিপস বে, ম্যানহাটন, ডাউনটাউন, ব্রুকলিন ও স্যাটান আইল্যান্ড ফেরি টার্মিনালে পুলিশের টিমগুলো কাজ করবে।
এমটিএ-এর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে যে, এখনই এর প্রতিকার প্রয়োজন। তাদের হিসাব বলছে, প্রতি তিনজন বাস যাত্রীর মধ্যে একজন ভাড়া ফাঁকি দিচ্ছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।