Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নামিয়ে ফেলা হচ্ছে নিউইয়র্ক সিটির ফুটপাতের শেডগুলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৮, ৩ আগস্ট ২০২৩

নামিয়ে ফেলা হচ্ছে নিউইয়র্ক সিটির ফুটপাতের শেডগুলো

ফুটপাতকে আকর্ষণীয় করতে সেখানে থাকা শেডগুলি নামিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র এরিক এডামস। গত ৩১ জুলাই সাপ্তাহিক কমিউনিটি অপএড কলামে এ নিয়ে নতুন পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন তিনি।

মেয়র বলেন, সবুজ এবং ধাতববাক্সের কুৎসিত শেডগুলি ফুটপাথকে ঢেকে রাখে। যার ফলে শেডগুলি সূর্যালোককে অবরুদ্ধ করে, পথচারীদের ব্যবসা থেকে দূরে সরিয়ে রাখে এবং অবৈধ কার্যকলাপের সুযোগ করে দেয়।

এরিক এডামস বলেন, বেশিরভাগ শেড এক বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে, আবার কিছু শেড এক দশকেরও বেশি সময় ধরে রাস্তাগুলো অন্ধকার করে রেখেছে।

কোনও মেরামতের কাজ না হওয়া পর্যন্ত শেডগুলি এভাবেই থাকে এবং এর জন্য সম্পত্তির মালিকদের জরিমানা হিসাবে একটি পয়সাও দিতে হয় না। আর এ কারণে শহরজুড়ে প্রায় ৪০০ মাইল শেড রয়েছে, যা জনসাধারণের জায়গা দখল করে রেখেছে।

তিনি বলেন, নিউইয়র্ক সিটি আগের চেয়ে ভালো অবস্থানে ফিরে এসেছে। আমরা এই শহরকে ফুটপাতের শেড দিয়ে আচ্ছাদিত করে একটি কঙ্কালের শহর হতে দিতে পারি না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ