Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে বন্দুক সহিংসতা ঠেকাতে ৪৮১ মিলিয়ন ডলারের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫২, ৩ আগস্ট ২০২৩

নিউইয়র্কে বন্দুক সহিংসতা ঠেকাতে ৪৮১ মিলিয়ন ডলারের পরিকল্পনা

নিউইয়র্ক সিটিতে বন্দুক সহিংসতা ঠেকাতে ৪৮১ মিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র এরিক এডামস। ৩১ জুলাই সংবাদ সম্মেলনে তিনি জানান, শহরের যেসব এলাকায় গত বছর তুলনামূলক বেশি বন্দুক সহিংসতা ঘটেছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে এই পরিকল্পনায়।

মেয়র দাবি করেন, তার প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে চলতি বছর বন্দুক সন্ত্রাস অনেকটা কমে গেছে। তিনি বলেন, নিউইয়র্ক সিটি দেশের সবচেয়ে নিরাপদ শহর। এই কৃতিত্ব ধরে রাখতে বন্দুক সহিংসতা প্রতিরোধের কোনো বিকল্প নেই।

পরিকল্পনায় ৬টি প্রিসিংক্ট বা এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য, জননিরাপত্তা, জনশক্তির উন্নয়ন, শিক্ষাসহ আরও বেশ কিছু ক্ষেত্রে নিয়োজিত অন্তত ২০টি এজেন্সি মিলিতভাবে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে বলে জানান মেয়র এরিক এডামস।

একই অনুষ্ঠানে গভর্নর ক্যাথি হোকুল জানান, নিউইয়র্ক স্টেট থেকে অপরাধ নির্মূল করতে সব কর্তৃপক্ষ এবং সংস্থা একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। বন্দুক সহিংসতা বন্ধ না হওয়ার জন্য তিনি কংগ্রেসকে দায়ী করেন। সেই সাথে বন্দুক সহিংসতা রোধে বড় বাজেটের এই পরিকল্পনা ঘোষণা করায় মেয়র এরিক এডামসকে ধন্যবাদ জানান লেটিশিয়া জেমস।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ