Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ম্যানহাটনে নির্মাণাধীন ভবনের ক্রেনে আগুন, আহত ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ২৮ জুলাই ২০২৩

ম্যানহাটনে নির্মাণাধীন ভবনের ক্রেনে আগুন, আহত ১২

নিউইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনের নির্মাণ কাজের সময় ক্রেনে আগুন ধরে তা ভেঙে পড়লে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। ম্যানহাটনের ওয়েস্ট ৪০ ও ৪১ স্ট্রিটে ২৬ জুলাই এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন ৪৫ তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনটিতে ক্রেন ব্যবহৃত হচ্ছিলো। এটি চালু অবস্থায় ইঞ্জিন কম্পার্টমেন্টে আগুন লেগে যায়।

ডিপার্টমেন্টের ফার্স্ট ডেপুটি কমিশনার জোসেফ ফিফার সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, খবর পেয়ে দমকল কর্মীরা দ্রæত ঘটনাস্থলে যায় এবং ক্রেনটির আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় ক্রেনটিতে ১৬ টন ওজনের কংক্রিট লটকানো ছিলো। এক পর্যায়ে সেটি ভেঙে পড়ে।

এই ঘটনায় ৯ জন সাধারণ ও ৩ জন দমকল কর্মী আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। ক্রেনটির অপারেটর নিজেই আগুন নেভাতে চেষ্টা করেন। তবে আগুন যখন বাড়তে থাকে তখন তারা নিরাপদে সরে যান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ