ম্যানহাটানে ট্রাফিকের চাপ বরাবরের। তবে এবার সেই চাপ কমাতে নিউইয়র্ক মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি নিয়েছে কনজেশন প্রাইসিং নামে এক নতুন উদ্যোগ। ম্যানহাটনের ৬০ স্ট্রিট কিংবা তার নিচের দিকে যেসব চালক তাদের গাড়ি নিয়ে ঢুকবেন তাদের দিতে হবে বাড়তি চার্জ।
আর ক্যামেরা বসিয়ে সে চার্জ আদায় করে নেওয়া হবে। নিউইয়র্কের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি নিউজার্সি। হাডসন নদীর ওপারের স্টেট নিউজার্সির কর্মকর্তারা এই কনজেশন প্রাইসিং বাতিল করার প্রচেষ্টায় মামলা ঠুকে দিয়েছেন।
সরাসরি কেন্দ্রে দায়ের করা হয়েছে সে মামলা। নিউজার্সির ডেমোক্র্যাট সেনেটর বব মেনেন্ডেজ নিউইয়র্কের এই কনজেশন প্রাইসিংকে স্রেফ টাকা আদায়ের কৌশল বলে উল্লেখ করেছেন।
এদিকে নিউজার্সির মামলার চাপ যখন সামলাচ্ছে নিউইয়র্ক কর্তৃপক্ষ, তখন নিউইয়র্কের ৫ বোরোর একটি স্ট্যাটান আয়ল্যান্ডও সোচ্চার হয়েছেন এমটিএ'র সিদ্ধান্তের বিরুদ্ধে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।