নিউইয়র্ক স্টেটের ৬১ শতাংশ মানুষ সারাক্ষণই একটা আতঙ্কের মধ্যে কাটান। কখন তারা কোন অপরাধী তৎপরতার শিকার হয়ে বসেন সেই আশঙ্কা ঘিরে থাকে তাদের মনে। নিজেরই শুধু নয়, পরিবার পরিজনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকেন তারা।
সিয়েনা কলেজের পক্ষ থেকে পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ১২ জুলাই প্রকাশিত এই জরিপে দেখা গেছে, কোনো অপরাধী তৎপরতার শিকার হতে পারেন এম আশঙ্কা ভীষণ রকম কাজ করে ২১ শতাংশ উত্তরদাতার মনে।
৪০ শতাংশ জানিয়েছেন, একটা আশঙ্কা সারাক্ষণই তাদের ঘিরে থাকে। অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫১ শতাংশ বলেছেন, তারা তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে সারাক্ষণ চিন্তিত থাকে। স্কুল, শপিং স্টোর এমনকি প্রার্থণা কেন্দ্রেও তাদের একই আশঙ্কা কাজ করে।
উত্তরদাতাদের ৩৬ শতাংশ বলেছেন, অদ্ভুত আচরণকারীদের কারো কারো খপ্পড়ে তারা পড়েছেন গত ১ বছরে। তবে ৩৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাদের মনে কোন আশঙ্কাই কাজ করে না।
৫৮ শতাংশ অবশ্য মত দিয়েছেন তাদের মনে অতীতের চেয়ে এখন আতঙ্ক বাড়ে নি। জরিপে আরও দেখানো হয়েছে, গত ১ বছরে উত্তরদাতাদের ৪০ শতাংশই অন্তত ১০০ ডলার ব্যয় করে এমন কিছু উপকরণ কিনেছেন যা তাদের নিরাপত্তায় কাজ লাগতে পারে।
১২ শতাংশ উত্তরদাতা এই খাতে ব্যয় করেছে ৫০০ ডলারের বেশি। ৩৪ শতাংশ জানিয়েছেন তারা বাড়িতে সিকিউরিটি ক্যামেরা বসিয়েছেন। মোশন সেন্সরসহ সিকিউরিটি লাইট বসিয়েছেন ৩২ শতাংশ নিউইয়র্কবাসী।