
নিউইয়র্কের সাবেক মেয়র বিল ডি ব্লাজিও এবং তার স্ত্রী চিরলাইন ম্যাকক্রে পরস্পরের থেকে আলাদা হয়ে গেছেন, তবে ডিভোর্স হচ্ছে না। ২৯ বছর ধরে তারা দাম্পত্য জীবন যাপনের পর পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাদের আন্তঃবর্ণের বিয়ে ডি ব্লাজিওর মেয়র হতে সহায়ক হয়েছিল। ৬৮ বছর বয়সী ম্যাকক্রে এপিকে পাঠানো এক টেক্সট ম্যাসেজে তাদের পৃথক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয় যে, ম্যাকক্রে ও ডি ব্লাজিও বলেছেন যে, তারা ব্রুকলিনের একই বাসায় বসবাস করলেও আলাদা থাকছেন। তাদের সম্পর্ক আর টিকে নেই এমন গুজব প্রকাশ হওয়ার পর তারা পৃথক হওয়ার ব্যাপারটি নিয়ে কথা বলতে একমত হন এবং পত্রিকাটিকে এক যৌথ সাক্ষাৎকার প্রদান করেন।
ম্যাকক্রে বলেন, আমি খবরটিকে ভুয়া বলতে পারি না। আর ডি ব্লাজিও বলেন, যখন আপনি উপলব্ধি করবেন যে সম্পর্ক আর নেই, তখন আপনি আর আগের মতো বাস করতে পারবেন না।
ম্যাকক্রে বলেন, ‘গুজবের অবসান ঘটাতে তারা দুজন নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি ও ডি ব্লাজিওর পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সুধারণা রয়েছে।