
কানাডার দাবানল থেকে সৃষ্ট ঘন ধোঁয়া ঢেকে ফেলেছে নিউইয়র্কের আকাশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে নিউইয়র্ক সিটি। নগর কর্তৃপক্ষ ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে।
গত মঙ্গলবার রাতে নিউইয়র্কের বাতাসকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারডটকম। বায়ুদূষণের জন্য মঙ্গলবার থেকেই সবধরনের আউটডোর কার্যক্রম বাতিল ঘোষণা করেছে নিউইয়র্কের কমপক্ষে ১০টি স্কুল ডিস্ট্রিক্ট।
জানানো হয়েছে, সবধরনের একাডেমিক, অ্যাথলেটিক ও সিলেবাসের বাইরের ইভেন্টের পাশাপাশি আউটডোর অ্যাকটিভিটিজও বাতিল করেছে এসব স্কুল কর্তৃপক্ষ।
এছাড়া, দুর্ঘটনা এড়াতে কমিয়ে আনা হয়েছে নিউইয়র্ক এয়ার ট্রাফিকের কার্যক্রম। এই ধোঁয়া আরও বেশ কয়েকদিন ধরে থাকবে বলে ধারণা করছে মার্কিন কর্তৃপক্ষ।
মারাত্মক এই বায়ুদূষণ নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট বার্তায় তিনি বলেন, আমেরিকানরা বিপজ্জনক বায়ু দূষণের সম্মুখীন হচ্ছেন। আপনারা নিজেকে এবং পরিবারকে রক্ষা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কথা শুনুন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।