Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে অ্যাম্বুলেন্সের ভাড়া বৃদ্ধির প্রস্তাব, রোগীদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

নিউইয়র্কে অ্যাম্বুলেন্সের ভাড়া বৃদ্ধির প্রস্তাব, রোগীদের উদ্বেগ

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট অ্যাম্বুলেন্স ভাড়া বৃদ্ধির প্রস্তাব কার্যকর করতে যাচ্ছে। এতে করে এই সেবার মূল্য এক লাফে ৫৪ শতাংশ বৃদ্ধি পাবে। অ্যাম্বুলেন্স সেবার জন্য পরিশোধযোগ্য ন্যূনতম অর্থের পরিমাণ ৯০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩৮৫ ডলারে গিয়ে দাঁড়াবে।

এছাড়া মাইলপ্রতি ভাড়ার পরিমাণও ১৫ ডলার থেকে বাড়িয়ে ২০ ডলার করার প্রস্তাব দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। গত ২১ ফেব্রুয়ারি নতুন এই প্রস্তাব উত্থাপন করে তারা।

প্রস্তাবে ৯১১ নম্বরে কল করে জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনে ডাকা অ্যাম্বুলেন্স ব্যবহারের ভাড়া বাড়ানোর কারণ হিসেবে চলমান মূদ্রাস্ফীতি এবং ইএমএস কর্মীদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। মার্চের ২৪ তারিখ এই প্রস্তাবের ওপর একটি গণশুনানি অনুষ্ঠিত হবে।

সংস্থার এক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবটি গৃহীত হলে চলতি অর্থবছরে সিটি ফায়ার ডিপার্টমেন্টের বাড়তি আয় হবে ৪ মিলিয়ন ডলার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

 

সংবাদটি শেয়ার করুনঃ