Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কের স্পর্শকাতর এলাকায় বন্দুক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২২, ১৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ২২:২২, ১৮ জানুয়ারি ২০২৩

নিউইয়র্কের স্পর্শকাতর এলাকায় বন্দুক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্ট

নিউইয়র্কের সরকারি ভবন, পার্ক, চিড়িয়াখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, খেলার মাঠ, টাইমস স্কয়ারের মতো ‘স্পর্শকাতর এলাকাগুলোতে’ বন্দুক নিষিদ্ধ করা সংক্রান্ত রাজ্যের আইনটি বহাল থাকতে পারে বলে রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। 

বিচারকেরা নিউইয়র্ক বন্দুক মালিকদের একটি গ্রুপের জরুরি আবেদন নাকচ করে দেন। গ্রুপটি ‘কনসিলড ক্যারি ইমপ্রুভমেন্ট অ্যাক্ট’ চ্যালেঞ্জ করে আগের নিয়ম বহাল রাখার জন্য ফেডারেল আদালতে আবেদন করেছিল। 

আপিল আদালত মামলাটি রিভিউ করা অব্যাহত রেখেছে। বিচারপতি স্যামুয়েল আলিটো ও ক্লেয়ারেন্স টমাস এই রায় দেন। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এই রায়ের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, ‘কনসিলড ক্যারি ইমপ্রুভমেন্ট অ্যাক্ট’ বলবৎ থাকবে। 

তার অফিস এক বিবৃতিতে বলেন, আমাদের সমাজকে রক্ষার জন্য সাধারণ কাণ্ডজ্ঞান প্রয়োগ করার অধিকার আমাদের আছে। আইনটি বহাল রাখার সুযোগ দেওয়ার জন্য আদালতের প্রতি খুশি আমরা।

গভর্নর হোকুল গত সামারে ‘স্পর্শকাতর এলাকাগুলোতে’ বন্দুক বহন নিষিদ্ধ করে আইনটিতে সই করেছিলেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ