Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ৮ লাখ বাড়ি নির্মাণের ঘোষণা ক্যাথি হোকুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ১৪ জানুয়ারি ২০২৩

নিউইয়র্কে ৮ লাখ বাড়ি নির্মাণের ঘোষণা ক্যাথি হোকুলের

আবাসন সংকট মোকাবেলায় নিউইয়র্কে আগামী এক দশকে ৮ লাখ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্য গভর্নর ক্যাথি হোকুল। এছাড়া তিনি নিউইয়র্ক সিটির ২০ লাখ ‘অবৈধ’ বেজমেন্ট অ্যাপার্টমেন্টকে বৈধতা প্রদানের প্রস্তাব করেছেন। 

আবাসন সংকট মোকাবেলায় এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গত ১১ জানুয়ারি আলবেনিতে স্টেট অফ দ্যা স্টেট ভাষণে এসব ঘোষণা দিয়েছেন গর্ভনর ক্যাথি হোকুল। 

তিনি বলেন, নিউইয়র্ক সিটির বাড়িগুলোর বেজমেন্ট এখন বসবাসের জন্য অবৈধ। এ সব বাড়িগুলোকে অন্ধকার থেকে বের করে আনতে হবে। যাতে বাড়িওয়ালা লাভবান হয় এবং সিটিরও নিয়ন্ত্রণ থাকে। 

গর্ভনর বলেন, নিউইয়র্কের রাজ্যজুড়ে আবাসন সংকট চরম অবস্থায় পৌঁছেছে। তাই সিটির বাসাবাড়ির বেজমেন্টগুলোকে সিটির হেলথ এন্ড সেফটির অর্ন্তভূক্ত হতে হবে। 

‘এই লক্ষ্যে ৮৫ মিলিয়ন ডলারের বরাদ্দ রাখা হয়েছে। বাড়ির মালিকরা তাদের বেজমেন্টকে আধুনিক ও নিরাপদ করতে এ অর্থ থেকে সহায়তা পাবেন।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ