Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ধর্মঘটে নেমেছেন নিউইয়র্ক সিটির ৭ হাজারেরও বেশি নার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৫, ১১ জানুয়ারি ২০২৩

ধর্মঘটে নেমেছেন নিউইয়র্ক সিটির ৭ হাজারেরও বেশি নার্স

কর্মক্ষেত্রে নার্সদের নিরাপত্তা, উপযুক্ত মূল্যায়ন ও রোগীর যত্নের উন্নতিসহ বিভিন্ন দাবিতে নিউইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। গত ৯ জানুয়ারি সকাল থেকে এই আন্দোলন শুরু হয়। 

নিউইয়র্ক সিটির দুটি বড় হাসপাতাল মন্টেফিওর এবং মাউন্টসাইনাই-এর ৭ হাজারের বেশি নার্স এদিন কাজে যোগ দেননি। 

এদিকে ধর্মঘট এড়াতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল হাসপাতাল ম্যানেজমেন্ট এবং ইউনিয়নকে আলোচনায় বসান। গভর্নর নিজে ১৯.১ শতাংশ বর্ধিত মজুরির প্রস্তাব রাখেন। মাউন্ট সিনাই হেলথসিস্টেম ক্যাম্পাসসহ আরও আটটি হাসপাতাল এই প্রস্তাব গ্রহণ করলেও নিউইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন হকুলের প্রস্তাবটি গ্রহণ করেনি। 

এরপর মাউন সাইনাই হাসপাতালের সামনে শত শত নার্স এবং সমর্থকরা ধর্মঘটে একত্রিত হন। শহরের দুটি ব্লক তারা ভরাট করে ফেলেন। রাস্তাগুলো যান চলাচলে বাধাগ্রস্ত হয়। 

মন্টেফিওরে ধর্মঘট সমর্থকরা স্লোগান তোলেন-‘নিরাপদ কর্মী জীবন বাঁচায়’। দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ