Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ককে নিরাপদ করার প্রতিশ্রুতি গভর্নর ক্যাথি হোচুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ৫ জানুয়ারি ২০২৩

নিউইয়র্ককে নিরাপদ করার প্রতিশ্রুতি গভর্নর ক্যাথি হোচুলের

নিউইয়র্ক স্টেটের প্রথম নির্বাচিত নারী গভর্নর হিসেবে শপথ নিয়েছেন ক্যাথি হোচুল। গত ১ জানুয়ারি অ্যালবেনিতে সম্পন্ন হওয়া শপথ অনুষ্ঠানে স্টেটকে অপরাধমুক্ত, নিরাপদ ও অ্যাফোর্ডেবল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। 

শপথ অনুষ্ঠানে তিনি তাঁর আগে ইতিহাস সৃষ্টিকারী নারী হ্যারিয়েট টাবম্যান ও হিলারি ক্লিনটনের নাম উল্লেখ করে বলেছেন, পরবর্তী চার বছর তিনি তাদের পদাঙ্ক অনুসরণ করে স্টেট পরিচালনা করবেন। 

গত বছরের নভেম্বর মাসে লী জালদিনকে পরাজিত করে গভর্নর পদে নির্বাচিত হওয়ার দুই মাস পর শপথ গ্রহণ করলেন হোচুল। 

তিনি তার দায়িত্ব পালনকালে অন্যান্য বিষয়ের মধ্যে স্টেটে গর্ভপাতের অধিকার সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করবেন, যে অধিকারের পক্ষে তিনি ব্যাপক সমর্থন লাভ করেন। 

স্টেটের সর্বোচ্চ পদে ক্যাথি হোচুলের বসার সুযোগটা এসেছে এসেছে অনেকটা অপ্রত্যাশিভাবেই। যৌন কেলেঙ্কারির অভিযোগে তার পূর্বসূরী গভর্নর এন্ড্রু কুমোকে পদত্যাগ করতে না হলে হোচুল হয়তো এই সুযোগ লাভ করতেন না।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ