Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

তিন বছরে নিউইয়র্ক ত্যাগ করেছে পাঁচ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ২ জানুয়ারি ২০২৩

তিন বছরে নিউইয়র্ক ত্যাগ করেছে পাঁচ লাখ মানুষ

গত তিন বছরে পাঁচ লাখ মানুষ নিউইয়র্ক ছেড়ে চলে গেছেন। বিদায় নিচ্ছেন ম্যানহাটানের মিলিয়নিয়াররা। ২০২০ সালে করোনা হানা দেওয়ার পর থেকে গত ৩ বছরে প্রায় ৪ হাজার মিলিয়নিয়ার এবং ২ হাজার ৬ শত হাফ মিলিয়নিয়ার নিউইয়র্ক স্টেট থেকে চলে গেছেন। 

এ তথ্য প্রকাশ করেছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস তথা আইআরএস। তাদের তথ্য অনুসারে, ১ মিলিয়ন ডলারের ওপরে ট্যাক্স ফাইলারের সংখ্যা ২০২০ সালেই কমেছে ২ হাজার ৩ শত ৯৩ জন। 

ধারণা করা হচ্ছে, ২০১৮ সালে গর্ভনর এন্ড্রু কুমো ধনীদের ওপর ট্যাক্স ৮.৮২ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশ করার পর থেকেই নিউইয়র্ক ছাড়ার হিড়িক পড়েছে। আরও স্পষ্ট করে বললে, ধনীদের স্টেট ত্যাগের প্রধান কারণগুলো হচ্ছে উচ্চ ট্যাক্স, অত্যাধিক জীবনযাত্রার ব্যয় ও অপরাধ তৎপরতার অত্যাধিক বৃদ্ধি। 

নিউইয়র্ক ত্যাগী মিলিয়নিয়ারদের পছন্দের স্টেট এখন ফ্লোরিডা। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মিলিয়নিয়ারদের বসবাস ক্যালিফোর্নিয়ায়। এর পরই নিউইয়র্কের স্থান। কিন্তু ফ্লোরিডা এখন নিউইয়র্কের প্রায় কাছাকাছি অবস্থানে চলে এসেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ