
বড়দিনের উৎসব বিষাদে পরিণত হয়েছে নিউইয়র্কের বাফেলোতে। তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়া এই শহরে এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রচণ্ড ঠাণ্ডায় উদ্ধার কাজে নিয়োজিতরাও পড়ছেন বিপাকে।
২৬ ডিসেম্বর পর্যন্ত ৪ ফুট পর্যন্ত বরফ জমেছে এই অঞ্চলে। নিহত ১৬ জনের মধ্যে ১০ জন বাফেলো শহরে আর বাকি ৬ জন শহরের বাইরের।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, এই ঝড় ১৯৭৭ সালের তুষারঝড়কেও ছাড়িয়ে গেছে। আপনারা গাড়ি চালানো এড়িয়ে চলুন। যতটুকু সম্ভব, বাসায় নিরাপদে থাকুন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, রোববার সকাল ৭টায় বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দরে মোট তুষারপাত হয়েছে ৪৩ ইঞ্চি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় channel786[email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।