নিউইয়র্ক সিটি ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন কর্তৃক ঘোষিত বাড়তি ট্যাক্সি ভাড়া কার্যকর করা হয়েছে। দীর্ঘ ১২ বছর পর ট্যাক্সি ভাড়া বৃদ্ধি পেলো। এর ফলে আগের নূন্যতম ভাড়া ২.৫০ ডলারের পরিবর্তে ৩ ডলার হয়েছে।
এমটিএ, হ্যান্ডিক্র্যাাফ্ট ও কনজেশন সারচার্জ ৩.৩০ ডলারের স্থলে ৪ ডলার হয়েছে। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে সারচার্জ ১ ডলারের স্থলে ২ ডলার করা হয়েছে।
রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট সারচার্জ ৫০ সেন্টের পরিবর্তে ১ ডলার করা হয়েছে। জেএফকে এয়ারপোর্ট থেকে ম্যানহাটান বা ম্যানহাটান থেকে জেএফকে এয়ারপোর্টের আগে ফ্লাট রেট ছিল ৫২ ডলার। এখন তা করা হয়েছে ৭০ ডলার।
নিউইয়র্ক এয়ারপোর্টের ভাড়া আগে ২০ ডলার দিয়ে শুরু হতো। এখন সেটা ২৩ ডলার। ভাড়া বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন ইয়োলো ক্যাব ড্রাইভাররা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।