কুইন্সের জ্যাকসন হাইটসে একটি দোকানের বাইরে তিনজনকে গুলি করার ঘটনা ঘটেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে জ্যাকসন হাইটসের ৩৫-৬২ ৯৪ স্ট্রিটে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গুলিতে দুজন পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়া অপরজনের বুকে জখম হয়েছে। তাদের সবাইকে হারলেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের বর্মমান অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।