Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইঁদুর শিকারি চায় নিউইয়র্ক সিটি, বেতন লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ৪ ডিসেম্বর ২০২২

ইঁদুর শিকারি চায় নিউইয়র্ক সিটি, বেতন লাখ ডলার

নিউইয়র্কে মারাত্মকভাবে বেড়ে গেছে ইঁদুরের উপদ্রব। এ থেকে মুুক্তির জন্য এক প্রকার বাধ্য হয়ে ইঁদুর শিকারি নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি কর্তৃপক্ষ। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে বার্ষিক ১ লাখ ৭০ হাজার ডলার। 

গত ১ ডিসেম্বর মেয়র এরিক অ্যাডামস এক টুইট পোস্টে চাকরির বিজ্ঞাপন দিয়ে বলেছেন, আমি সবচেয়ে বেশি অপছন্দ করি ইঁদুরকে। আপনার যদি নিউইয়র্ক সিটির ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প ও যোগ্যতা থাকে তাহলে আপনার জন্য অপেক্ষা করছে স্বপ্নের চাকরি। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, এ বছরের প্রথম আট মাসে শহরে ইঁদুরের উৎপাতের অভিযোগ দুই বছর আগে একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেড়ে গেছে। 

এ থেকে মুক্তি এবং শহর পরিষ্কার প্রচেষ্টার অংশ হিসেবে নতুন ‘ইঁদুর অপসারণকারী’ নিয়োগ দিতে চায় কর্তৃপক্ষ। মেয়রের কার্যালয় বলেছে, ইঁদুরের সংখ্যা কমাতে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়াতে প্রস্তুত নিউইয়র্ক সিটি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ