
প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় স্থান পেয়েছে নিউইয়র্ক। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এই তালিকা নিউইয়র্কের পাশাপাশি যৌথভাবে প্রথমে আছে সিঙ্গাপুরও।
জরিপ থেকে জানা যায়, নিউইয়র্কের নাম শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় রাখতে প্রথম নিয়ামক ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতি। একই কারণে ব্যয়বহুল ১০টি শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের আরও দুটি শহর-লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোও রয়েছে।
এই দুটির মধ্যে হংকংয়ের সঙ্গে চতুর্থ অবস্থানে রয়েছে লস অ্যাঞ্জেলেস; সপ্তম অবস্থানে সান ফ্রান্সিসকো।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল ১০ শহর হলো- কলম্বো, বেঙ্গালুরু, আলজিয়ার্স, চেন্নাই, আহমেদাবাদ, আলমাতি, করাচি, তাসখন্দ, তিউনিস, তেহরান, ত্রিপোলি ও দামেস্ক।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।