নিউইয়র্ক সিটি এই প্রথম অ্যাপভিত্তিক রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারিকর্মীদের জন্য সর্বনিম্ন বেতনের প্রস্তাব করেছে। গত ১৬ নভেম্বর বুধবার ভোক্তা ও কর্মী সুরক্ষা বিভাগ প্রতিঘণ্টায় ২৩.৮২ ডলার মজুরি হারের প্রস্তাব করেছে।
সিটি জানায়, রেস্টুরেন্ট ডেলিভারিকর্মীরা কোনো টিপস ছাড়া এখন প্রতি ঘণ্টায় মাত্র ৭ ডলার আয় করে থাকেন। অ্যাপভিত্তিক রেস্টুরেন্ট ডেলিভারিকর্মীরা ন্যূনতম মজুরিও পায় না। কারণ অ্যাপগুলো তাদের ইনডিপেন্ডেন্ট কর্মী হিসেবে শ্রেণিবদ্ধ করে। যা কর্মচারির আওতায় পড়বে না।
শুধু নিউইয়র্ক সিটিতেই নয়, সমগ্র যুক্তরাষ্ট্রের অনেক শহরেই অ্যাপভিত্তিক রেস্টুরেন্ট ব্যবসা বেড়েছে। সেই সাথে বেড়েছে ডেলিভারিকর্মীর সংখ্যা।
অনেক তরুণ এর পাশাপাশি নিজ পকেট খরচ বা টিউশন ফি যোগান দেয়। রোদ, বৃষ্টি, বরফে ৮/১০ ঘণ্টা কাজ করেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।