নিউইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ভাড়া পরিশোধ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছেন মধ্য ও স্বল্প আয়ের নিউইয়র্কাররা। এ অবস্থায়, যারা বাড়ি ভাড়ায় ভর্তুকি লাভের যোগ্য তাদের জন্য ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস।
বাড়ি ভাড়া নিয়ে ঘোষিত নতুন কিছু নিয়মাবলীর অংশ হিসেবে সিটি মেয়র গত সোমবার সিটি হলে বক্তব্য দানকালে বাড়ি ভাড়ার ক্ষেত্রে এই ভর্তুকি দানের ঘোষণা দেন।
এর মধ্যে ভাড়াটিয়াদের বর্তমান কষ্ট লাঘবের ঘোষণাও ছিল, যাতে ভাড়াটিয়ারা যে বাড়িতে আছেন সেখান থেকে উচ্ছেদ না হতে হয় এবং নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারেন। একই সাথে তিনি নিউইয়র্ক সিটির হোমলেসদের জন্য স্থায়ী অ্যাফোর্ডেবল হাউজিং এর ব্যবস্থার কথাও বলেছেন।
সিটির বর্তমান প্রশাসন অ্যাফোর্ডেবল হাউজিং সংকট দূর করতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে সমালোচনার মুখে সিটি মেয়র এরিক অ্যাডামস এই ঘোষণা দিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।