Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে মাল্টিফেইথ থ্যাংকসগিভিং সেলিব্রেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ১৬ নভেম্বর ২০২২

আপডেট: ১৩:৩০, ১৭ নভেম্বর ২০২২

নিউইয়র্কে মাল্টিফেইথ থ্যাংকসগিভিং সেলিব্রেশন সম্পন্ন

আন্তঃধর্মীয় সম্প্রীতি বাড়ানোর মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে নিউইয়র্কে প্রতিবছরের মতো এবারও মাল্টিফেইথ থ্যাংকসগিভিং সেলিব্রেশন সম্পন্ন হয়েছে। এ নিয়ে দশমবারের মতো বার্ষিক এই আয়োজন সম্পন্ন হয় গত ১৩ নভেম্বর। 

বিকেল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে আজান পরিবেশন করেন ইমাম খালিদ লতিফ। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ক্যারল গোগলিয়া, ভিকি এল ইস্টল্যান্ড এবং বারবার রিটায়ার। 

গড হ্যাজ মেনি নেমস- এই শিরোনামে আলোচনা করেন ড. সৈয়দ আসাদ। পরিবেশন করা হয় ইহুদীদের প্রার্থনা। স্পেশাল মিউজিক পর্বে থ্যাংকসগিভিং নিয়ে গান পরিবেশন করেন মাইকেল ও নাথান ম্যাকব্রাইড। 

অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের পক্ষ থেকে ইন্টারফেইথ লিডার অংশ নেন এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ