
নিউইয়র্ক সিটির সাবওয়েগুলোতে অপরাধ তৎপরতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এর প্রেক্ষিতে সাবওয়ে থেকে হোমলেসদের উচ্ছেদ করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু কোনোকিছুরই তোয়াক্কা করছে না অপরাধীরা।
এ অবস্থায় গভর্নর ক্যাথি হকুল ও সিটি মেয়র এরিক অ্যাডামস সিটির গণপরিবহন ব্যবস্থায় পুলিশ অফিসারের টহল ও অবস্থান বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
হোকুল জানান, নিউইয়র্কবাসীকে নিরাপদ রাখতে সাবওয়েতে পুলিশ অফিসাররা প্রতিদিন অতিরিক্ত ১ হাজার ২০০ ওভারটাইম শিফট দায়িত্ব পালন করবেন এবং এই ব্যয় নির্বাহের জন্য সিটিকে আর্থিক সহযোগিতা করবে স্টেট সরকার।
সিটি মেয়র এরিক অ্যাডামস গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর পুলিশী টহল বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এবার সেই পরিকল্পনা আলোর মুখ দেখলো।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।