
আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্কের গভর্নর নির্বাচন। তার আগে মুখোমুখি নির্বাচনী বিতর্কে অংশ নিতে যাচ্ছেন রাজ্যের গভর্নর নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট ক্যাথি হোকুল এবং রিপাবলিকান লি জালদিন।
২৫ অক্টোবর রাত ৭টায় বিতর্কটি বিভিন্ন টেলিভিশনে সম্প্রচারিত হবে। কুনিপিয়াক ইউনিভার্সিটির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হোকুল লি জালদিনের চেয়ে মাত্র চার পয়েন্টে এগিয়ে আছেন।
প্রসঙ্গত, গত ২৮ জুন রাজ্যের প্রাইমারি নির্বাচনে স্ব স্ব দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন হোকুল ও জালদিন।
সর্বশেষ নির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এন্ড্রু কুমো যৌন ক্যালেংকারির অভিযোগে পদত্যাগ করলে গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন ক্যাথি হোকুল। অন্যদিকে, রক্ষণশীল রিপাবলিকান হিসেবে পরিচিত লী জালদীন ২০১৫ সাল থেকে রাজ্যের সাফক কাউন্টি থেকে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করে আসছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।