
অভিবাসন প্রত্যাশীদের ঢল সামলাতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু হয়েছে নিউইয়র্কে। ম্যানহাটনের র্যানডলস দ্বীপে তৈরি ওই আশ্রয় কেন্দ্রটিতে এক হাজার মানুষের আবাসনের ব্যবস্থা রয়েছে।
সেখানে খাবার, পানিসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধা। আশ্রয়কেন্দ্রে থেকে অভিবাসনের দাফতরিক কাজ ও যোগাযোগের সুযোগ পাবেন বাসিন্দারা।
র্যানডলস আইল্যান্ডে তৈরি হয়েছে নতুন একটি হাউজিং কমপ্লেক্স, যা মূলত অভিবাসন প্রত্যাশীদের অস্থায়ী আবাসনের সুযোগ দেবে। গত কয়েক মাস ধরেই অভিবাসন প্রার্থীদের চাপ বাড়ছে নিয়ইয়র্কে।
রিপাবলিকান নিয়ন্ত্রিত টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডায় জড়ো হওয়া অবৈধ আশ্রয়প্রার্থীদের পাঠানো হয় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউইয়র্কে। এদিকে, বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীর চাপ সামলাতে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন নিউইয়র্কের মেয়র।
এরই জেরে তৈরি হলো বিশাল এ শেল্টার হাউজ। আপাতত কেবল পুরুষরাই থাকার সুযোগ পাবেন এখানে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।