
শরণার্থী সংকটের জেরে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সিটি মেয়র এরিক অ্যাডামস এই ঘোষণা দেন। তিনি বলেন, মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে ১৭ হাজার আশ্রয়প্রার্থী শহরে প্রবেশ করেছেন। এতে শহরের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
মেয়র অ্যাডামস সংশ্লিষ্ট সব সংস্থাকে সহায়তা প্রদানের জন্য মানবিক ত্রাণ কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে মেয়র অ্যাডামস বলেন, নিউইয়র্ক এই অর্থবছরের শেষে শরণার্থী ইস্যুতে আরো একশ কোটি ডলার খরচ করবে।
তিনি ফেডারেল কর্তৃপক্ষের সমর্থনের জন্য আহ্বান জানিয়ে বলেছেন, এই সংকট আমাদের শহরের বাজেটের জন্য বড় বোঝা।
১৯৮০ সালের আইনের অধীনে নিউইয়র্কে যার প্রয়োজন তার আবাসনের ব্যবস্থা করা বাধ্যতামূলক। নিউইয়র্কে এখন ৫ জনে একজন আশ্রয়প্রার্থী বলেও জানান এরিক এডামস। তিনি আরো বলেন, প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা, প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।