Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে চলছে তিন দিনব্যাপী ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২২

নিউইয়র্কে চলছে তিন দিনব্যাপী ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য এবং বাংলাদেশের বাজারে মার্কিন পণ্যের প্রসার এবং উভয় দেশে বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে ‘ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে নিউইয়র্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজনেস এক্সপো’।

২৩ সেপ্টেম্বর বিকেলে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে মেলা শুরু হয়েছে, চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের মেলার স্লোগান ‘এক্সপোর্ট-ইম্পোর্ট অপরচুনিটি ফর ইউএস-বাংলাদেশ সাসটেইনেবল ডেভেলপমেন্ট’। 

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ২ শতাধিক প্রতিনিধি এবং স্টেকহোল্ডার এক্সপোতে অংশগ্রহণ করেছেন। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাকে একে অন্যের দেশে প্রসারিত করার পাশাপাশি কীভাবে বিশ্ববাজারেও নিজেদের পণ্য পৌঁছে দিতে পারেন, সেসব বিষয়ে নিয়ে এই এক্সপোতে পর্যালোচনা করা হবে। 

প্রথম দিনের অনুষ্ঠানসূচীতে ছিল- এক্সপোতে রেজিষ্ট্রেশন, উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন সেশন এবং অতিথিদের বক্তব্য। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ইউএসবিসিআই-এর প্রেসিডেন্ট লিটন আহমেদ। তিনি বলেন, বিজনেস এক্সপো-২০২২ আমাদের সিগনেচার ইভেন্টগুলোর মধ্যে অন্যতম। এই এক্সপোর মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্ক সৃষ্টি, ব্যবসার উন্নয়ন এবং মূল্যবান কৌশলগত ব্যবসায়িক অংশীদারত্ব বিকাশের সুযোগ থাকছে।

তিনি আরও বলেন, আমাদের সংস্থার অন্যতম দায়িত্ব হলো ছোটো ও মাঝারি আকারের ব্যবসাগুলোকে পরিষেবা দেয়া এবং ব্যবসা প্রসার করা। এছাড়া আমরা বিভিন্ন কর্পোরেশন ও সরকারি সংস্থার সঙ্গে অংশীদার হয়েছি। যার মাধ্যেম ব্যবসার অগ্রগতি ও সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

লিটন আহমেদ জানান, আমাদের তিন দিনব্যাপী অনুষ্ঠান। এখানে অনেক অভিজ্ঞ ব্যবসায়ী, এজেন্সি এবং সংস্থা রয়েছে, যাদের শেয়ার করা ব্যবসায়িক পরামর্শগুলো ব্যবসার প্রচার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই এক্সপোতে প্রযুক্তি, পর্যটন, আন্তর্জাতিক বিষয়াবলি সহ নানান বিষয়ের উপর কর্মশালা থাকছে।

এক্সপোর ২য় দিনে (২৪ সেপ্টেম্বর) থাকছে বিভিন্ন বিষয়ের উপর কর্মশালা। সাইবার সিকিউরিটির উপর বিশেষ সেমিনার থাকবে। এছাড়া উদ্বাবন, নেতৃত্ব ও টেকনোলজির উপর কর্মশালা করা হবে। কীভাবে সফটওয়্যার ও ব্যবসার উন্নয়ন শুরু করা যায় এ সম্পর্কিত সেমিনারও রয়েছে। পাশাপাশি ‘ইউএনজিএ সাইডলাইন কনফারেনন্স ২০২২ অন ব্র‍্যান্ডিং বাংলাদেশঃ এনআরবি, ইউএন পিস কিপিং’ শীর্ষক আলোচনা থাকবে এক্সপোর দ্বিতীয় দিনে।

ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো-২০২২’র শেষ দিনেও (২৫ সেপ্টেম্বর) থাকছে বেশ কিছু সেমিনার। যেগুলো হল-কমার্শিয়াল ল্যান্ডিং রিয়েল স্টেট সেমিনার ২০২২, বিজনেস সলিউশনস ফর বিজনেস ওনার বাই নিউ ইয়র্ক লাইফ এবং ডেভেলপমেন্ট ডাইনামিকস অব রেমিট্যান্স ইন বাংলাদেশ।

ইউএসবিসিসিআই বিজনেস এক্সপোতে প্রধান বক্তা সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন ও প্রতিষ্ঠাতা এম.এস. শেকিল চৌধুরী ও ডিরেক্টর পিটার টিয়ারনে হারলেম ইউএস এক্সপোর্ট অ্যাসিসট্যান্স সেন্টার, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন বাণিজ্য বিভাগ

এবার এক্সপোতে আমন্ত্রিত অতিথি ও বক্তাদের তালিকায় আছেন- নিউইয়র্ক স্টেট সিনেটের সিনেটর জেসিকা রামোস, নিউ ইয়র্ক স্টেট ডেভিড আই. ওয়েপ্রিন অ্যাসেম্বলিম্যান, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24 ,জেনিফার রাজকুমার, অ্যাসেম্বলিওম্যান, এনওয়াইসি মেয়র’স অফিস ফর ইন্টারন্যাশনাল এফেয়ার্সের কমিশনার এডওয়ার্ড মারমেইলস্টেন, এনওয়াইসি ডিপার্টমেন্ট অব এসবিএস’র কমিশনার কেভিন ডি কিম, নিউইয়র্ক সিটি কাউন্সিল’র কাউন্সিল মেম্বার রবার্ট এফ. হোল্ডেন, ব্রুকলিন চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট ও সিইও রেন্ডি পিয়ার্স, কুইন্স চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট ও সিইও থমাস জে. গ্রেচ, ইউএস কমার্সিয়াল সার্ভিস হার্লেম’র ডিরেক্টর পিটার টিয়ারনে হারলেম ইউএস এক্সপোর্ট অ্যাসিসট্যান্স সেন্টার, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন বাণিজ্য বিভাগ, ট্রেড, ইনভেস্টমেন্ট এন্ড ইনোভেশন ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর ডেপুটি কমিশনার দিলীপ চৌহান, সাইবার নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ শহীদুল্লাহ, নিউইয়র্ক শহরের শ্রম-সম্পর্ক দপ্তরের প্রধান তথ্য-নিরাপত্তা কর্মকর্তা মই হাসান, নিউইয়র্ক লাইফ ইন্সুরেন্স কোম্পানির জ্যেষ্ঠ অংশীদার মনোজ মহাজন, টাউনশিপ অব ফ্র‍্যাংকলিন এনজে’র কাউন্সিলওমেন শেপা উদ্দিন, ইন্টারন্যাশনাল ফান্ডিং ক্লাইমেফ লাইভ’র টিমি বারাবাস, ফ্লাসিং ব্যাংক’র ভাইস-প্রেসিডেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শাহীন খান,  আইএইচআরও-ইউএসএ এবং আইওএলজি-ইউএসএ’র প্রেসিডেন্ট ড. আহলেম আরফাওই, ভারসাইল ভ্যাঞ্চার্স’র এক্সিকিউটিভ ভিনয় ডিক্সন, প্রধান কৌশল কর্মকর্তা আনা গাজ্জারা, স্টেবল কুপনস ইনক’র কো-ফাউন্ডার ক্যান চেস্টার জুনিয়র, আর্জেন্টিনা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আলিম তালুকদার আল রাজী, জেট ডিরেক্ট মর্টগেজ’র শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জান ফাহিম, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র চ্যান্সেলর ও চেয়ারম্যান আবু বকর হানিফ, প্রফেসর হানা সিদ্দিক, পপুলার ক্যাপিটাল ইনক’র সিইও মোহাম্মদ এ কাদের ভূঁইয়া, এসজে ইনোভেশন এলএলসি’র সিইও শাহেদ ইসলাম, ইউএন গ্লোবাল পিস’র এম্বাসেডর ড. সীমা কারেতনায়া প্রমুখ। এছাড়াও ইউএসবিসিসিআই- ভাইস-প্রেসিডেন্ট বখত রুম্মান বিরতীজ, পরিচালক শেখ ফরহাদ, পরিচালক আব্দুল কাদের শিশির, রাজিব খান ,ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাজী হেলাল আহমেদ, উইমেন এম্পাওরমেন্ট কমিটির চেয়ারপারসন রুমা আহমেদ এবং নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এক্সপোর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

এই বিজনেস এক্সপো’র কো-পার্টনার হিসেবে আছে- শিল্প মন্ত্রণালয় (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এবং এনওয়াইসি ডিপার্টমেন্ট অফ স্মল বিজনেস সার্ভিসেস। স্ট্রেটেজিক পার্টনার-বেটার বাংলাদেশ ফাউন্ডেশন-বিবিএফ এবং বিবিএফ গ্লোবাল (অফিসিয়াল পার্টনার বিডা, প্রধানমন্ত্রীর কার্যালয়)। আরো সহযোগিতায় রয়েছে- ইউএস চেম্বার অব কমার্স, ব্রুকলিন চেম্বার অব কমার্স এবং কুইন্স চেম্বার অব কমার্স।

এছাড়া স্পনসর হিসেবে রয়েছে- Washington University of Science & Technology, Peopletech, Brand Means Business, USBD Group LLC, USBD Soft.com ও SJ Innovation। মিডিয়া পার্টনার হিসেবে আছে-The Nrb Times, Nrb Connect, USA News Online, Channel 786, Time Television, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই এবং পরিচয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ