Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক সাবওয়ে ট্রেনে বসছে সিকিউরিটি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২২

নিউইয়র্ক সাবওয়ে ট্রেনে বসছে সিকিউরিটি ক্যামেরা

নিউইয়র্কের ১০০ সাবওয়ের প্রতিটি কামরায় বসানো হচ্ছে ক্যামেরা। গত ২০ সেপ্টেম্বর গভর্নর ক্যাথি হকুল এ কথা জানায়। এক ঘোষণায় তিনি বলেন, চলতি গ্রীষ্মে পরীক্ষামূলকভাবে ১০০ সাবওয়ের যাত্রীবাহী প্রতিটি কামরায় দুটি ক্যামেরা সার্বক্ষনিক চালু থাকবে।

তিনি আশা করেন, ক্যামেরা বসানো হলে সাবওয়ে যাত্রা সবার জন্য আরও বেশি নিরাপদ হবে। স্কুলগামী ছাত্র-ছাত্রীদের আর ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। ক্যামেরা স্থাপনের ফলে প্রত্যেক যাত্রী ভাবতে পারবেন, সবার চলাফেরার ওপর কেউ না কেউ নজর রাখছে। 

নিউইয়র্ক সিটি ট্রানজিটের প্রেসিডেন্ট রিচার্ড ডেবের মতে, শক্তিশালী পর্যবেক্ষণ নেটওয়ার্ক বৃদ্ধির লক্ষ্য নিয়ে বসানো অত্যাধুনিক ক্যামেরা নিঃসন্দেহে যাত্রীদের মনোবল ও সাহস বৃদ্ধিতে ভূমিকা রাখবে। 

এর মাধ্যমে সাবওয়েতে অপরাধ সংগঠিত হওয়ার সংখ্যাও অনেক হ্রাস পাবে। গভর্নর হকুল আশা করেন, ২০২৫ সালের মধ্যে পুরো সাবওয়ে সিস্টেমে ক্যামেরা বসানোর কাজ শেষ হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ