Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২২

ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড ২৫ সেপ্টেম্বর

নিউইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যানুয়াল ইউনাইটেড আমেরিকান মুসলিম ডে প্যারেড। এবার হতে যাচ্ছে আয়োজনটির ৩৮তম আসর। আগামী ২৫ সেপ্টেম্বর ম্যানহাটনের ৩৮স্ট্রিট ও ম্যাডিসন এভিনিউতে বেলা ১২টায় শুরু হবে এই প্যারেড।

আমেরিকান বিভিন্ন স্তরের মুসলিমসহ বিভিন্ন দেশ, জাতি, বর্ণেও মানুষ, আমেরিকান পুলিশ অফিসার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং আলেম-উলামারা এতে অংশ নিবেন বলে জানা গেছে। 

প্যারেড র‌্যালিতে গ্র্যান্ড মার্শাল হিসেবে উপস্থিত থাকবেন জাহিদ কুরেশি। এবারের প্যারেড র‌্যালির প্রতিপাদ্য হচ্ছে- হেলথ অ্যান্ড হ্যাপিনেস ফর অল আফটার কোভিড-১৯। 

যুক্তরাষ্ট্রের মুসলমানদের অন্যতম বড় এই আয়োজনে নেটিভ ডিন গ্রুপের পক্ষ থেকে থাকবে ইউথ এন্টারটেইনমেন্ট। এছাড়া প্যারেডে আরও থাকবে বিনামূল্যে খাবার বিতরণ, পুরস্কার প্রদান। 

এক বার্তায় প্যারেড কর্তৃপক্ষ নিউইয়র্কের সকল স্তরের মুসলমানদের এই আয়োজনে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ