নিউইয়র্কের গভর্নর পদের লড়াইয়ে রিপাবলিকান কংগ্রেসম্যান জালদিনের চেয়ে ডেমোক্র্যাটিক গভর্নর হোকুল বড় ব্যবধানে এগিয়ে। সম্প্রতি জনমত জরিপে তথ্যটি উঠে এসেছে। পিআইএক্স১১ নিউজ, এমারসন কলেজ পোলিং ও দ্য হিল জরিপটি পরিচালনা করে।
জরিপ অনুযায়ী, গভর্নর হোকুল ৫০ শতাংশ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী জেলডিন পেয়েছেন ৩৫ শতাংশ। অবশ্য ৯ শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত দেননি। আর প্রায় ৬ শতাংশ ভোটার তৃতীয় পক্ষের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন।
এমারসন কলেজ পোলিং-এর নির্বাহী পরিচালক স্পেন্সার কিমবল বলেন, ‘গভর্নর হোকুল হিস্পানিক ভোটারদের মধ্যে ৫৯ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ৭২ শতাংশ সমর্থন পেয়েছেন।
অন্যদিকে, শ্বেতাঙ্গ ভোটাররা ৪৪ শতাংশ করে সমানভাবে হোকুল এবং জালদিনকে সমর্থন করেছেন। জরিপ অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে জালদিন মাত্র ২২ শতাংশ সমর্থন পেয়েছেন, আর হোকুলের পক্ষে ভোট পড়েছে ৬১ শতাংশ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।