
নিউইয়র্ক সিটি এবং আশপাশের চারটি এলাকার পয়োঃবর্জ্য পানিতে পোলিও ভাইরাস পাওয়া গেছে। এ অবস্থায় অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হোকুল। এখন পর্যন্ত ভাইরাসটিতে একজনের আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।
প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম পোলিওতে আক্রান্ত হওয়ার ঘটনা। এই ভাইরাস মোকাবেলায় সম্প্রতি যে জরুরি অবস্থা জারি করা হয়েছে, তার লক্ষ্য হচ্ছে টিকা দেওয়ার হার বাড়ানো।
পোলিওর কোনো প্রতিষেধক নেই, কিন্তু টিকার মাধ্যমে একে রোধ করা যায়। এই ভাইরাস সাধারণত শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানীর কারণ হয়ে থাকে।
নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে রাজ্যজুড়ে পোলিওর টিকাদান হারকে ৭৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশের উপরে নিয়ে যাওয়া।
এ নিয়ে চলতি বছর তৃতীয়বার নিউইয়র্কে জরুরি অবস্থা জারি হলো। আগের দুবার করোনাভাইরাস ও মাঙ্কিপক্সের জন্য একই বিধিবিধান আরোপ করেছিল কর্তৃপক্ষ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।