নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে সাবওয়ের ভাড়া পরিশোধে বিরাট পরিবর্তন আসছে। নগরজুড়ে প্রায় ৪০০ কিলোমিটার রেললাইনের সাবওয়ের প্রতিটি স্টেশনের প্রবেশমুখে থাকছে না টিকিট বিক্রির মেশিন। ২০২৩ সাল থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
টিকিট বিক্রির মেশিনের পরিবর্তে আসছে আধুনিক ‘টাচ টু পে’র মাধ্যমে সহজে ভাড়া পরিশোধের ব্যবস্থা।
মিউজিয়াম অব মর্ডান আর্ট এন্ড ডিজাইনের কিউরেটর পাউলা এন্থলি বলেন, ১৯৯৯ সালে নিউইয়র্কের প্রতিটি স্টেশনে প্রবেশমুখে স্টীল নির্মিত এমন ঢাউস মেশিন ছিল নিউইয়র্কারদের যাপিত জীবনের অংশ, যা আর থাকছে না।
আগামীতে সাবওয়ে ভ্রমণে প্রয়োজনীয় টিকিট কেনায় আসছে আধুনিক সেবা কার্যক্রম। ভাড়া পরিশোধ ও সেবাতে কাগজের ব্যবহার হবে শূন্য। আর সেই লক্ষ্যে নিউইয়র্কের শত বছরের পুরোনো এবং ঐতিহ্যবাহী সাবওয়ে প্রতিষ্ঠান এমটিএ জোরেশোরে কাজ শুরু করেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।