ব্রঙ্কসে গাছ উপড়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। অহত নারী অ্যালেন প্যাভিলিয়ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৫ আগস্ট দুপুরে পালিসেড অ্যাভিনিউয়ের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। জানা গেছে, একটি প্রাইভেট পুলে ছিলেন ওই দুজন মহিলা। এ সময় একটি গাছ উপড়ে পড়লে ৫০ বছর বয়সী মহিলা ঘটনাস্থলেই প্রাণ হারান।
যিনি আহত হয়েছেন, তার বয়স ৬০। পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নারীর অবস্থা স্থিতিশীল রয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।