Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নজরুল একাডেমি অব ইউএসএ-এর বিশেষ নজরুল সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ১৭ আগস্ট ২০২২

নজরুল একাডেমি অব ইউএসএ-এর বিশেষ নজরুল সন্ধ্যা

‘উঠিয়াছি চির বিস্ময়’ এই স্লোগানে বিশেষ নজরুল সন্ধ্যার আয়োজন করেছে নজরুল একাডেমি অব ইউএসএ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও অমর কবিতা বিদ্রোহীর শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ এই আয়োজন শুরু হবে আগামী ২০ আগস্ট বিকেল ৫টায়। 

অনুষ্ঠানের স্থান নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট। অনুষ্ঠান কবি নজরুলের ওপর সাধারণ আলোচনা, বিশেষকরে বিদ্রোহী কবিতার ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া থাকবে সাংস্কৃতির অনুষ্ঠান। 

নজরুল একাডেমির নিজস্ব পরিবেশনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নিউইয়র্কের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পীবৃন্দ। এছাড়া নজরুল গীতি পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত শিল্পী সুজিত মোস্তফা এবং সালাহ উদ্দিন আহমেদ। 

নজরুল একাডেমি অব ইউএসএ-এর সভাপতি এম কিউ জামান এবং সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ