Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জাতিসংঘের বাংলাদেশ মিশনে শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ১৭ আগস্ট ২০২২

জাতিসংঘের বাংলাদেশ মিশনে শোক দিবস পালন

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন করেছে নিউইয়র্কের জাতিসংঘ বাংলাদেশ মিশন। গত ১৫ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা এবং যুক্তরাষ্টে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। 

জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এরপর জাতির পিতা, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সকল শহীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, জাতির পিতা ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রনায়ক। তার আদর্শ ধারণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ