Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে হামলার শিকার প্রখ্যাত লেখক সালমান রুশদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ১৩ আগস্ট ২০২২

নিউইয়র্কে হামলার শিকার প্রখ্যাত লেখক সালমান রুশদি

নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। ১২ আগস্ট বাফেলোর চৌতাকুয়া ইনস্টিটিউশনে ভাষণ দেওয়ার সময় পঁচাত্তর বছর বয়সী রুশদির ওপর হামলা চালায় এক দুষ্কৃতকারী। হামলার পর গোটা হলরুম খালি করে দেওয়া হয়। 

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রুশদির ভাষণ চলাকালে হঠাৎ এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখা যায়। তিনি রুশদিকে ঘুষি এবং ছুরিকাঘাত করেছিলেন। 

হামলার পর আহত রুশদিকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। 

‘দ্য স্যাটানিক ভার্সেস’ নামক বই লেখার জন্য এই ঔপন্যাসিকের নামে ১৯৮৯ সালে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। ওই পরিস্থিতিতে তাকে ৯ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ