Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

গৃহহীনদের সামলাতে হিমশিম খাচ্ছে নিউইয়র্ক সিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৩ আগস্ট ২০২২

আপডেট: ০০:৩৭, ৩ আগস্ট ২০২২

গৃহহীনদের সামলাতে হিমশিম খাচ্ছে নিউইয়র্ক সিটি

নিউইয়র্ক সিটিতে গৃহহীন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় মেয়র এরিক অ্যাডামস ফেডারেল সরকারের কাছে জরুরি সাহায্য চেয়ে আবেদন করেছেন। গতকাল ১ আগস্ট মেয়র অ্যাডামস বলেন, গৃহহীনদের জন্য সিটির আশ্রয়কেন্দ্রগুলো ভরে উঠেছে।

আশ্রয় নেওয়া লোকজনের বাসস্থান, খাবার, চিকিৎসার মতো মৌলিক ব্যবস্থা গ্রহণে সিটি কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে বলে জানান মেয়র। 

গৃহহীনদের অনেকেই সড়কপথে অবস্থান নিচ্ছে। নিউইয়র্ক সিটিতে যেকোনো মানুষ আশ্রয় প্রার্থী হলে নগর কর্তৃপক্ষ আশ্রয় প্রদানে বাধ্য। এক্ষেত্রে অভিবাসনের নথিপত্র পরখ করার সুযোগ নেই। 

মেয়র অ্যাডামস বলেন, সাম্প্রতিক সময়ে নথিপত্রহীন চার হাজারের বেশি অভিবাসীকে দক্ষিণের সীমান্ত থেকে নিউইয়র্কে পাঠানো হয়েছে। নাগরিক সংগঠকরা মনে করে নথিপত্রহীন অভিবাসী ছাড়াও নিউইয়র্ক সিটিতে নতুন করে গৃহহীন হচ্ছে অনেক লোকজন। 

লিগ্যাল এইডের আইনজীবী কেথ্রাইন ক্লিফ বলেন, গ্রীষ্মের সময়টিতে এমনিতেই গৃহহীনের সংখ্যা বেড়ে থাকে। নিউইয়র্কের মতো সিটিতে এ ব্যাপারে আগাম কোনো প্রস্তুতি না থাকা খুবই দুঃখজনক।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ